};

হবিগঞ্জ এ জলমহাল বিরোধে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত।

হবিগঞ্জ এর লাখাইধলাই নদীর (খাইঞ্জা বিল) জলমহাল দখল নিয়ে ইউপি চেয়ারম্যান আরিফ ও বিএনপি নেতা হারিছ মিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।হবিগঞ্জ

 

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার স্বজন গ্রামে এই সংঘর্ষটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, এবং রাত ৯টার দিকে পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

 

স্থানীয়দের তথ্যমতে, জলমহালটি ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপনের দখলে ছিল। বুধবার সন্ধ্যায় সেখানে মাছ ধরতে গেলে লাখাই ইউনিয়নের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়া ও তার লোকজন বাধা দেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

 

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, ধলাই নদীর ৩নং অংশটি ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রূপন লিজ নিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় হারিছের লোকজন জোরপূর্বক ওই জমি দখল করতে গেলে দুইপক্ষে সংঘর্ষ শুরু হয়ে যায়।

One thought on “হবিগঞ্জ এ জলমহাল বিরোধে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক আহত।

Comments are closed.