ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সাকিব আল হাসান
এর বোলিং নিষিদ্ধ করেছে। চলতি মাসের শুরুতে বোলিং পরীক্ষায় তাঁর অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ার ফলে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত গৃহীত হয়।
ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, সাকিব ইংল্যান্ডের লাফবরো ইউনিভার্সিটির মেডিকেল বিভাগে তাঁর বোলিং অ্যাকশনের পরীক্ষা দিচ্ছেলেন। ১০ ডিসেম্বর পরীক্ষার ফলাফল পাওয়ার পর থেকেই বোলিং নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে কাউন্টি চ্যাম্পিয়নশিপের এক ম্যাচে বোলিংয়ের সময় তাঁর অ্যাকশন নিয়ে আম্পায়ারদের সন্দেহ জাগে।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করা সাকিব এখন পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ৪৪৭টি ম্যাচে ৭১২ উইকেট নিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি বিশ্বের বিভিন্ন স্থানে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন। তবে এর আগে কখনও তাঁর বোলিং অ্যাকশনের ওপর প্রশ্ন ওঠেনি। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সাকিব কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে একটি ম্যাচ খেলতে যান, যেখানে তিনি ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট পান।
কিন্তু, প্রায় এক মাস পর তাঁর অ্যাকশন নিয়ে উদ্বেগের খবর বের হয়। গত ২ ডিসেম্বর তিনি ৪ ওভার বোলিং করে অ্যাকশন পরীক্ষায় অংশ নেন। নিয়ম অনুযায়ী, বোলারের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হতে পারবে না, কিন্তু সাকিবের কনুই এই অনুমোদিত সীমার বাইরে বেঁকেছে বলে নিষেধাজ্ঞা আসছে। তবে, কনুই কত ডিগ্রী বাঁকা হয়েছে তা জানা যায়নি।
ইসিবির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে সাকিবকে একটি স্বতন্ত্র মূল্যায়ন কেন্দ্রে নতুন করে পরীক্ষা করতে হবে, তবে তিনি ইংল্যান্ডের বাইরে বোলিং করতে পারবেন।
One thought on “সাকিব আল হাসান এর বোলিং নিষিদ্ধ করলো ইসিবি”
Comments are closed.