মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে জামাতের আমীরে জামায়াত ড.শফিকুর রহমান
মাকে বলেছিলো বন্ধুদের সাথে ঈদের বেড়ানোতে যাচ্ছে বলে বন্ধুদের সাথে ঈদ আনন্দ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয় তরতাজা একটি প্রাণ। মোটর সাইকেল আরোহী তরুণ রেদওয়ান আহমদ ফুয়াদ বিয়ানীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের মিনারাই গ্রামের রাজু আহমদের বড় ছেলে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান এই ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক দুপুর ১২:৩০ মিনিটে নিহত শিক্ষার্থীর পরিবারকে দেখতে যান এবং সান্ত্বনা প্রদান করেন।
আমীরে জামায়াতকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতদের স্বজনরা। তিনি পরম মমতায় বুকের সাথে জড়িয়ে, কপালে চুমু খেয়ে, মাথায় হাত বুলিয়ে আদর, স্নেহ, ভালবাসার পরশ বুলিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।
পরিবারের সদস্যদের উদ্দেশে আমীরে জামায়াত বলেন, “সকলকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। মহান আল্লাহ পাকের এই সিদ্ধান্ত ধৈর্য্যের সাথে মেনে নিলে, আল্লাহ পাক এমন সব বান্দাদের জন্য জান্নাতে বায়তুল হামদ নামে একটি ঘর তৈরি করবেন।
তিনি সবাইকে নিয়ে দো’য়া ও মোনাজাত করে বলেন, আল্লাহ রাব্বুল আলামীন যেন নিহত শিক্ষার্থীকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারগুলোকে যেন ধৈর্য্য ধারণ করার তাওফিক দান করেন।
এ সময় আমীরে জামায়াতের সাথে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর জনাব Mohammad Selim Uddin, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম ও সেক্রেটারি আবুল কাশেম, উপজেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর মুফাচ্ছির আহমদ ফয়েজী, উপজেলা ছাত্রশিবিরের দক্ষিণ, উত্তর, কলেজ শাখার সভাপতি যথাক্রমে আহবাব হোসেন মুরাদ, আমিনুল ইসলাম, তানভীর আহমদসহ নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য বন্ধুদের সাথে জকিগঞ্জে বেড়াতে গিয়ে ছিলেন ফুয়াদ। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলের সাথে সংঘর্ষ ঘটে।
শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে জকিগঞ্জ উপজেলার শাহবাগের মহিদপুর এলাকায় দুটি জিক্সার মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে রেদওয়ান আহমদ ফুয়াদ মারা যায়। খবর পেয়ে রেদওয়ানের বাড়িতে ছুটে আসা প্রতিবেশিরা এ ঘটনায় মর্মাহত হয়েছেন। শান্তশিষ্ট ফুয়াদের এমন মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।