দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশের নতুন হেড কোচ ফিল সিমন্স। বাংলাদেশকে রাখতে চান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে। সাকিব আল হাসান ইস্যু তার নিয়ন্ত্রণে নেই বলে জানিয়েছেন সিমন্স। এদিকে মিরপুরে প্রথমবার মূল মাঠে শিষ্যদের নিয়ে নেমেছিলেন নতুন কোচ।বাংলাদেশ হেড কোচ ফিল সিমন্স বলেন,
দক্ষিণ আফ্রিকাকে হারাতে চাই। উপমহাদেশে দূর্বলতা থাকলেও প্রোটিয়ারা কামব্যাক করতে জানে। দুই দিনে বাংলাদেশকে নিয়ে আর কি মন্তব্য করব। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে থাকতে চাই। সিমন্স আরও বলেন, পাকিস্তানে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। আমি মুগ্ধ যেভাবে ছেলেরা পরিস্থিতি সামলেছে। আফগানিস্তানের সঙ্গে ভাষাগত বাধা ছিল, এরকম অভিজ্ঞতা কাজে দিবে।বছর জুড়ে আলোচনায় সাকিব। প্রথম সংবাদ সম্মেলনে এ ইস্যুতে হেড কোচের কাছে প্রশ্ন। স্পষ্ট জানিয়েছেন সাকিবকে ফেরানোর ক্ষমতা তার নিয়ন্ত্রণে নেই।
বাংলাদেশ হেড কোচ আরও বলেন, আমার হাতে এই ইস্যুর নিয়ন্ত্রণ নেই। ম্যাচ নিয়ে ভাবতে চাই যা আমার নিয়ন্ত্রণে।
হাথুরুর করুণ পরিণতি দেখেছেন ফিল সিমন্স। তারপরও বিচলিত নন। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত বিসিবির সঙ্গে মেয়াদ। আইসিসি ইভেন্ট ঘিরে পরিকল্পনার আগে বিচার বিশ্লেষণ করবেন ক্রিকেটারদের দ্বিপাক্ষিক সিরিজ আর বিপিএল পারফরম্যান্স।
ক্যারিবিয়ান এ গ্রেট বলেন, ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফি, এর আগে কতগুলো দ্বিপাক্ষিক সিরিজ, বিপিএল আছে। আগে এসব দেখি, জানুয়ারিতে ভাবা যাবে।
ফিল সিমন্স ছাড়াও আনুষ্ঠানিক অনুশীলনে যোগ দিয়েছেন স্পিন কোচ মোস্তাক আহমেদ। অধিনায়ক নাজমুল শান্ত যার কাছে পরামর্শ নিয়েছেন দীর্ঘক্ষণ।
One thought on “সাকিব ইস্যুতে যা বললেন বিসিবির নতুন হেড কোচ ফিল সিমন্স”
Comments are closed.