জয়ের দেখা পেলে জিম্বাবুয়ে।

 

 

জিম্বাবুয়ে জয়ের দেখা পেল।ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের পঞ্চম ম্যাচ, মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০:০০ টায়  শুরু হয় ।টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেই জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার জারা ।ওপেনিং এ ব্যাট করতে নামেন তাঞ্জিম তামিম  সৌম্য  সরকার শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা

পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের হয়ে খেলতে নামেন  সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ,জাকির হোসেন ,মেহেদী হাসান,রি সাদ আহমেদ, মুস্তাফিজুর রহমান ,ও সাইফুদ্দিন  নাজমুল হুসেন শান্ত,  তাসকিন ।পাঁচ বলে দুই রান করেন গত ম্যাচের ফিফটি করা তানজিম তামিম ,মুজারামানি, দ্বিতীয় ওভারে বল করতে আসলে তার ওভারি  ক্যাচ  তুলে দেন তানজিম তামিম ।তৃতীয় ওভারে ফিরে যান দীর্ঘ দিন পর চান্স পাওয়ার সৌম্য সরকার ,এবার পাঁচ বলে মাত্র এক রান করে বাংলাদেশের ডান হাতি মারকুটি ব্যাটসম্যান তাওহীদ হৃদয় ।এরপর চাপে পড়ে বাংলাদেশ ক্রিকেট টিম এরপর ঠান্ডা মাথায় চাপ সামলাতে থাকেন বাংলাদেশের জাতীয় টিমের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার মাহমুদুল্লাহ ও নাজমুল হাসান শান্ত।

ভাল খেলতে পারেনি বাংলাদেশের একমাত্র অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান , মাত্র  ১৭ বলে ২১ রান করে আউট হয়ে যান ।জাকির হাসান ১১ বলে ২৪ রান করেছে ২৪ রানের উপর ভর করে ১৫৭  রান বাংলাদেশ।

১৫৮  রানের টার্গেটে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ব্যাটাররা  টানা চার ম্যাচ হারের পর জয়ের লক্ষ্য নিয়ে ব্যাট করতে থাকে জিম্বাবুয়ে ব্যাটাররা ।জিম্বাবুয়ে ওপেনিং বেটার মারুমানি ৭  বলে এক রান করে সাকিব আল হাসানের বলে আউট হলো অপর প্রান্তের ব্যাট করতে থাকে বেন্নেট, তিনি বাংলাদেশের বলারদের উপর চড়াও হন।

বেন্নেটকে পরাস্ত করতে পারিনি বাংলাদেশের বলাররা  ৪৯  বলে ৭০ রান করে বেন্নেট । বেন্নেট  আউট হওয়ার পরে জয়ের জন্য  পিছু ফিরে তাকাতে হয়নি জিম্বাবুয়ে দলকে । বাংলাদেশের বলার দের ওপর চড়াও জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা মাত্র ৪৬ বল ৭২ রান করে ১৮ .৩ বলে সিকান্দার রাজা  জিম্বাবুয়ে জয় এনে দেই ।

অবশেষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের দেখা পেলে জিম্বাবুয়ে। ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চারটি ম্যাচ হেরে লাস্ট ম্যাচে জয় পেয়ে আনন্দিত জিম্বাবুয়ে ক্রিকেট দলের। গত ৪ ম্যাচে বাংলাদেশ বোলারদের বিরুদ্ধে তেমন একটা সুবিধা করতে পারেনি তবে আজকের শেষ ম্যাচে যেভাবে তারা ব্যাট  চালিয়েছে ২০০ রান করলেও বাংলাদেশের বিপক্ষে তারা জয়পেত।

 

 

One thought on “জয়ের দেখা পেলে জিম্বাবুয়ে।

Comments are closed.