লিটন দাস ,লিপু ভাই দায়িত্ব নিয়েছেন তার প্রথম কাজ যেটা করলেন লিটনকে বাদ দেয়া। আগে দেখতাম দলের নিয়মিত কাউকে বাদ দিলে সেটা নিয়ে গোমর রাখতেন। সরাসরি কোন কারন বলতেন না, লিপু
লিটনকে বাদ দিলেন, একদম সরাসরি ক্লিয়ার করলেন কেন বাদ দিছেন। লিটন নতুন বল খেলতে পারছেন না সেটা তিনি সরাসরি ক্লিয়ার করে বাদ দিলেন, দলে এখনও ৪ জন ওপেনার আছে। ২ জন উইকেট কিপার আছে। তাই আরেকজনকে জাকের আলীকে নিলেন সে ব্যাপারেও তিনি পরিস্কার ধরনা শেয়ার করছেন।
নির্বাচক এমনই হতে হয়, এখন অনেকেই বলতে পারেন লিটন সহ দলে ৫ জন ওপেনার কি করতে ছিলো। তাদের বলে রাখা বলে শ্রীলংকার সাথে সিরিজের স্কোয়াড আগের নির্বাচক প্যানেল ঘোষণা করছিলো। তাই হয়তো ৫ জন ওপেনার, আমার বিশ্বাস লিপু ভাই থাকলে ব্যাপারটা এমন হতো না।
আগে দল থেকে যারা বাদ পড়তেন, সেই প্লেয়ার কিংবা মিডিয়া বা সাধারণ দর্শকরা কখনই ক্লিয়ার ধরনা পেতেন না। কিন্তু লিপুর আমলে এমনটা হবে না। সবাই ক্লিয়ার ধারনা পাবেন।
এতে করে প্লেয়ারের কি করতে হবে, কি সমস্যা কিংবা কিভাবে ব্যাক করতে হবে সে ধারনা।
ধরেন লিটন বাদ পড়লো, লিপু কারন বললেন নতুন বল খেলতে পারছেন না লিটন। লিটনের যায়গায় কাকে খেলাবেন তা এখন নিশ্চিত করেন নি।অপ র্ফমে থাকা খেলয়ারদের বাদ দিলে অন্য খেলয়াররা ভাল খেলবে। লিটন দাস অনেক দিন থেকে অপফর্মে আছেন , তিনি দলের অটো চয়েস ছিলেন তাই তাকে দল থেকে বাদ দেইনি । বা তেমন কোন খেলোয়ার উটেনা আসায় তিনি দলে নিয়মিত । নাজমুল হুসেন পাপনের অটো চয়েস ছিলেন তিনি , তবে লিপু যানান অটো চয়েস বলতে কিছু নাই যারা ভাল খেলবেনা , তারা দলে থাকবেনা । কারন হিসাবে যানান এখন অনেক ভাল খেলোয়ার আছে । তবে তার বিপরিতে কাকে দলে নিয়া হবে তা নিশ্চিত না । এনামুল হক বিজয় কে দলে নিয়া হতে পারে । আটারো তারিখে মাচ টি শুরু হবে । ফর্মে ফিরেছেন সমুর্কার গত মাচে 66 বলে 68 রান করেন । ফর্মে ফিরেচেন তাওহিদ ঈদয় ,তিনি গত মাচে 94 রান করেন । সামনে মাচে এনামুল হক বিজয় কে দলে দেখা জেতে পারে।