মেহেরপুর করেসপনডেন্ট:
মেহেরপুর এর গাংনী উপজেলায় পৌর এলাকার ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীরকে হত্যা মামলায় র্যাব তিনজনকে গ্রেফতার করেছে। গত শুক্রবার (৩ জানুয়ারি) তাদের পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গাংনী পৌরসভা চৌগাছা ৩ নং ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৩৬), বাঁশবাড়িয়া গ্রামের মফিকুল ইসলাম (৩৯), এবং কোদাইলকাটি গ্রামের আলমগীর হোসেন (৪০)।
র্যাব সূত্র জানায়, নিহত আলমগীরের কাছে মফিকুল ইসলামের ২ লাখ টাকা পাওনা ছিল, যা আলমগীর প্রায় ৪ বছর আগে ধার নিয়েছিল। এই অর্থ নিয়ে দ্বন্দ্বের জেরে গ্রেফতারকৃতরা আলমগীরকে দা দিয়ে আক্রমণ করে ও গলা কেটে হত্যা করার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের আলমগীর হত্যার দায়ে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের ইচিখালীর মাঠ থেকে আলমগীর হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়।