};

জাতীয় দলে ফিরে বাজিমাত সাইফুদ্দিনের

জাতীয় দলে ফিরে বাজিমাত সাইফুদ্দিনের

 

ইনজুরির  কারনে প্রায় দেড় বছর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন বাংলাদেশের ফার্স্ট অলরাউন্ডার সাইফুদ্দিন। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। তবে ভাল  একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে।  দীর্ঘদিন ধরে  দলের  বায়রে থাকার কারণে প্রথম টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সাইফুদ্দিনকে নেওয়া হবে কিনা সেটা একটা সন্দেহ ছিল ।

তবে নির্বাচকরা তার উপরে আস্থা রাখে, এবং তার প্রতিদান দিয়েছেন সাইফুদ্দিন

ইনজুরি কাটিয়ে বিপিএল ফেরেন সাইফুদ্দিন বিপিএলে দারুণ ফর্মে ছিলেন  তিনি।বিপিএলে ফিরে ট্রফি জয় করেছে।বরিশালের ট্রফি জয়ের  পিছনে সাইফুদ্দিনের ভূমিকা ছিল অনেক, বিশেষ করে ফাইনাল ম্যাচ দারুন খেলেছে

ডাচ বাংলা ব্যাংক টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস দিতে বলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ।ব্যাট করতে  নেমে ভালো করতে পারিনি জিম্বাবুয়ে। ২য় তম  ওভারে  মেহেদি হাসানের বলে আউট  হন জিম্বাবুয়ে ওপেনিং ব্যাটসম্যান  ইরভিন ,তিনি কোন রান করতে পারেনি ।তবে এর পর ভালই সামাল দেন জিম্বাবুয়ের   দুই ব্যাটসম্যান gamble x Bennett। পঞ্চম ওভারে বাংলাদেশ জাতীয় দলের ওধিনায়ক নাজমুল হুসেন শান্ত  বল তুলে দেন সাইফুদ্দিনের হাতে । নাজমুল হোসেন শান্তর আশার প্রতিদান দেন সাইফুদ্দিন প্রথম ওভারে উইকেট শিকার করেন তিনি।

ওভারের লাশ বলে গাম্বি  তাসকিন আহমেদের হাতে ক্যাচ তুলে দেন এবং সাইফুদ্দিনের প্রথম শিকারে পরিণত হন গাম্বি।এর পর মেহেদি হাসানের ওভারে দুই উইকেট ও তাসকিনের  ওভারে দুই উইকেট হারিয়ে বিপদে পরে জিম্বাবুয়ে। ৮তম ওভারে বলে আসে  সাইফুদ্দিন ,জংওয়েকে আউট  করেন তিনি।

২০ তম ওভারে মুজারাবানীকে বল্ট আউট করেন তিন উইকেট স্বীকার করেন সাইফুদ্দিন । সাইফুদ্দিন পাশাপাশি ভালো  করেছেন তাসকিন আহমেদ মাত্র চার ওভারে ১৪ রানে তিন উইকেট নিয়েছেন ।

তবে এই দিনেও খারাপ বাল করেছেন শরিফুল ইসলাম ও রিশাদ আহমেদ দুজনে চারওভার  বোলিং করে রান দিয়েছেন ৩৭ করে, ১২৫ রানের টার্গেট দেয় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ ।মুজারাবানীর  বলে মাত্র ১ রান করে বল্ট লিটন কুমার দাস। ২১ রান  করে আউট হোন নাজমুল হোসেন  শান্ত ।তবে তানজিম  তামিমের ৬৭ রান হৃদয়ে ৩৩ রানের উপর ভর করে মাএ ১৫ ওভার ২ বলে জয় পায় বাংলাদেশ।