জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের।
ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামে টস দিতে বোলিং করার সিদ্ধান্ত নেই বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।২য় টি-টোয়েন্টি ম্যাচের জিমবাবু দুই পরিবর্তন নিয়ে এবং বাংলাদেশ অপরিবর্তন দল নিয়ে মাঠে নামে ।
বাংলাদেশ একাদশে নাজমুল হোসেন শান্ত, অধিনাওক মাহমুদুল্লাহ ,জাকির আলী, লিটন দাস ,তানজিমা হাসান ,মেহেদী হাসান ,তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ,রিশাদ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের ওপেনিং ভালো করতে না পারায় দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওপেনিং জুটিতে পরিবর্তন আনে জিম্বাবুয়ে গাম্বির সঙ্গে ওপেনিং আসেন মারুমানি ।২ রান দিয়ে প্রথম ওভার শেষ করে শরিফুল ইসলাম।
তবে জিম্বাবুয়ের ওপেনিং জুটিতে পরিবর্তন এনে কোন লাভ হয়নি মাত্র চার ওভারে১৫ রান করে জিম্বাবুয়ে ৪ বলে ২ রান করে আউট হন মারুমানি । চতুর্থর ওভারে তাসকিন আহমেদ বোলিংয়ে আক্রমণে আসেন তার প্রথম ওভারের শেষ বলে মারুমানি ক্যাচ তুলে দেন। জিম্বাবুয়ের বেটাররা পাওয়ারপ্লেট ৬ ওভারে মাত্র ২২ রান তুলে জিম্বাবুয়ের ওপেনিং ব্যাটসম্যান গাম্বি মাত্র তিরিশ বলে ২৬রানে আউট হয়, তিনি সাইফুদ্দিনের হাতে কেস তুলে দেন ।
তেমন একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে দলের অধিনায়ক সিকান্দার রাজা ।প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় টি-টোয়েন্টি লিটন দাসের কাছে তুলে দেন ৮ বলে ৩ রান করে ফ্যাভিলিয়নে যান ।ওই ওভারে রিশাদ আহমেদের বলে জিরো রানে ফিরেন মাদারী । দশ ওভার চার উইকেট হারিয়ে ৩৮ রান করে চাপে পড়ে জিম্বাবুয়ে।
তানজিম তামিম১৯ বলে ১৮, লিটন দাস ২৫ বলে ২৩, শান্ত ১৫ বলের ১৬ ,জাকির হাসান ১৩ বলে ১২রান করে আউট হলে।
মাহমুদুল্লাহ রিয়াদ ১৬ বলে ২৬, হৃদয় ৩৭ রানের উপর ভর করে মাত্র ১৮/৩ বলে বাংলাদেশের জয় আসে ।বাংলাদেশ জয় এর ধারা অব্যাহত রাখ।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতের কারণে টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করা হয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের যেভাবে বাংলাদেশ ব্যাটিং করছে এভাবে কি প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে বলে মনে করা যায় না।
বাংলাদেশ ঠচে জিতে বল নিচ্ছে জিম্বাবুয়ে অলপো রানের টার্গেট দিচ্ছে । আর এ রান তুলতে ধির গতিতে ব্যাট করছে বাংলাদেশের ব্যাটাররা ।তাই বলতে পারি যেটা প্রস্তুতি হচ্ছে না বিশ্বকাপের জন্য বাংলাদেশের
2 thoughts on “জয়ের ধারা অব্যাহত বাংলাদেশের।”
Comments are closed.