};

চাপাই  এর রাজা নাহিদ রানা

 

 

 

 

চাপাই  এর রাজা নাহিদ রানা

ডাচবাংলা ব্যাংক ,বাংলাদেশ বনাম শ্রীলংকা সিরিজে 1ম ম্যাচে  ‍অভিষেক হয়  নাহিদ রানার। অভিষেক ম্যাচে আলো ছড়ান নাহিদ রানা। তবে গত ইনিংসে উইকেট না পাওয়ার আগ পর্যন্ত নাহিদ রানা কে নিয়ে সমালোচনা চললো যে গতি থাকলেই হবে না ভ্যারিয়েন্স দরকার!

কিন্তু গতির সাথে সাথে এক্সট্রা ভাউন্স কি ভ্যারিয়েন্স না?  ন্যাশনালে প্রথম ম্যাচ খেলেতেছে আর প্রথম ইনিংসেই অনেকের সমালোচনা শুরু।  সময় তো দিবেন একটু নাকি?

 

প্রতিটি বল ধরার পরই হাতকে একবার করে ঝাঁকুনি দিচ্ছেন লিটন। বেশিরভাগ বল ধরছেন কানের পাশে। আর যেসব বল আঙুলের আশেপাশে লাগছে, সেসব ধরার পর ব্যথায় কাঁতরাতে হচ্ছে লিটনকে..

 

নাহিদ রানার প্রতি ওভারেই ঠিক এমন অবস্থা ছিল লিটনের। বেশিরভাগ বলই ১৪৫+ গতিতে করছেন। নিয়মিত করছেন ১৪০+ গতিতে। বাউন্সার দিচ্ছেন সব ওয়েল ডিরেক্টেড।এমন পেসার বাংলাদেশে কালেভদ্রে একজন দেখা যায়। শেষ দেখেছিলাম তাসকিনকে। বর্তমান তাসকিন নয়, ২০১৪/১৫ সালের তাসকিন। নাহিদের গতি তাসকিনের চেয়ে বেশি। আর উচ্চতাও একদম খাপে খাপ।

 

প্রবাথ জয়সুরিয়াকে আউট করার জন্য যে সেটাপ তৈরি করেছিলেন তাও ছিল দারুণ। টানা কয়েকটা গতিময় বাউন্সার দিয়ে প্রবাথকে ব্যাকফুটে ঠেলে দিলেন। প্রবাথের ব্যাক অফ দ্য মাইন্ডে চলতে থাকলো বাউন্সারের ভয়। দাঁড়িয়ে থাকলেন জায়গায়। পরের বলেই আউটসাইড অফ স্টাম্পে বল, প্রবাথের পা বাউন্সারের অপেক্ষায় আর বল ব্যাটের ছোঁয়া নিয়ে লিটনের হাতে..

 

নাহিদ যে সম্পূর্ণ পরিপক্ক তা নয়। উন্নতির জায়গা অবশ্যই আছে। তবে কথায় আছে, উঠন্তি মুলো পত্তনেই চেনা যায়। নাহিদ বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে লং রানে সার্ভিস দেয়ার মতো পেসার। এই বোলার পরিচর্যা করার মতন। ইনভেস্ট করার মতন..

আমাদের চাঁপাইনবাবগঞ্জের গর্ব নাহিদ রানা, আমার মনে হয় চাঁপাইনবাবগঞ্জের এই প্রথম কোন খেলোয়ার জাতীয় দলে ডাক পেয়েছে। নাহিদ রানার জন্য দোয়া ও ভালোবাসা রইলোও

সিলেট টেস্টে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ব্যাটিং–ব্যর্থতা থেকে বের হতে পারেনি। গতকাল প্রথম দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারানো বাংলাদেশ আজ সকালের সেশনেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে

মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন ও লিটন দাস উইকেটে থিতু হয়ে আউট হয়েছেন। স্বীকৃত ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে টিকে ছিলেন গতকাল ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা তাইজুল ইসলাম। তাঁর অপরাজিত ৪১ রানের সৌজন্যে আজ দ্বিতীয় দিনে প্রথম সেশন শেষে বাংলাদেশ ৩৬ ওভারে ৬ উইকেটে ১৩২ রান তুলেছে।