};

আমার দেখা সেরা টিম বাংলাদেশ

আমার দেখা সেরা টিম বাংলাদেশ

 

বাংলাদেশ এর আগে যতগুলো টি২০ বিশ্বকাপ খেলতে গিয়েছে এর মধ্যে ২০২৪ সালের দলটা সব থেকে বেশি শক্তিশালী। পাশাপাশি   ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার কন্ডিশন অনেকটাই এশিয়ার মতো হবে। বিশেষ করে আমেরিকাতে একদম নতুন পিচ এবং  মাঠ বানানো হচ্ছে৷ যার কারণে পিচ স্লো হবার সম্ভাবনা বেশি। ১৫০/৬০ এভারেজ স্কোর হবে। হয়তো আমি ভুল ও হতে পারি তবে এইটাই হবার সম্ভাবনা বেশি। যেটা বাংলাদেশকে এক্সট্রা এডভান্টেজ দিবে। র্বমান বাংলাদেশ টিম যেভাবে খেলচে তা সবার চোখে লাগার মত ।বর্তমানে তারা খুব ভাল খেলছ ।শরিফল ইসলাম, সাইফুদ্দীন,তাসকিন আহমেদ,জুনিয়র সাকিব এরা দারুন বল করছে ,লেগ ইসপিনার রিশাদ হুসেন খুব ভাল বল করছে, সাথে জড়ো বাটিং ত আছে।বাটিং হিসাবে লিটন দাস,তানজিম তামিম.শান্ত, ঋদয়, সবায় । অন্যদিকে শরীফুল ইসলাম আছেন দুর্দান্ত ফর্মে। ৩ ম্যাচে ৫ উইকেটে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকাই রেখেছেন এই বাঁহাতি পেসার। এই দুইয়ে মিলিয়েই সাকিবকে টপকে আইসিসির ওয়ানডে রাঙ্কিংয়ে বাংলাদেশের এক নম্বর বোলার হয়ে গেছেন শরীফুল। বড় লাফ দিয়েছেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি তাসকিন আহমেদও। ৮ উইকেট নেওয়া বাংলাদেশের পেসার ২৭ ধাপ এগিয়ে উঠেছেন ৪২ নম্বরে।তাই বলতে পারি সেরা টিম বাংলাদেশ

 

 

 

 

 

 

২০২৪ টি২০ বিশ্বকাপে আমার চোখে সেরা একাদশ:

১| লিটন

২| তামিম

৩| শান্ত

৪| হৃদয়

৫| রিয়াদ

৬| সাকিব

৭| অনিক

৮| রিশাদ

৯| সাইফউদ্দিন

১০| তাসকিন

১১| শরীফুল

 

ব্যাক আপ প্লেয়ার : মাহেদী, মুস্তাফিজ, জুনিয়র সাকিব, সৌম্য।

 

আমার কাছে সৌম্যর থেকে তানজিদ তামিমকে টি২০ তে বেশি কার্যকরী মনে হয় তাই আমার সেরা একাদশে আমার প্রথম পছন্দ তানজিদ তামিম। তবে হাথুরু যদি মনে করে সিক্সথ বোলিং অপশন হিসেবে সৌম্যকে দরকার তাহলে হয়তো সৌম্য সুযোগ পাবে।

এই দলের প্রত্যেকে ব্যাটিং পারে। তাসকিন, শরীফুল ও বিপদে হাল ধরতে পারবে। পিচ এবং কন্ডিশন অনুযায়ী সাইফউদ্দিনের জায়গায় মুস্তাফিজকে এবং রিশাদের জায়গায় মাহেদীকে সুযোগ দিতে হবে।

সব মিলিয়ে আমার চোখে কমপ্লিট প্যাকেজ এই দলটা।

 

এইবার যদি ভালো কিছু না করতে পারে তবে এইটা সত্যিই বাজে ব্যাপার হবে। হাথুরুর প্ল্যান অনুযায়ী যদি সবাই খেলতে পারে এবং ২৩ বিশ্বকাপের মতো সবাই এক সাথে অফ ফর্মে না চলে গেলে ইনশা আল্লাহ এইবার ভালো কিছু হবে